
রবিবার ২৫ মে ২০২৫
মিলটন সেন: পাকিস্তান ফেরৎ বিএসএফ জওয়ান পূর্নম সাউ-এর সঙ্গে দেখা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। জানালেন, কোনও কৃতিত্ব নিতে আসিনি, কর্তব্য পালন করার জন্যই তিনি পূর্ণমের হুগলির বাড়িতে এসেছেন। বললেন, "প্রথম দিন থেকে আমরা ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকব। অনেকে তো কৃতিত্ব নিতে আসে। আমরা চেয়েছিলাম পূর্নম সুস্থ ভাবে দেশে ফিরে আসুক। আর সেটাই হয়েছে।"
শনিবার সন্ধা সোয়া সাতটা নাগাদ পূর্নম সাউ এর রিষড়ার বাড়িতে আসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পূর্নমকে মিস্টি খাইয়ে দেন তিনি। পূর্নমও পাল্টা সাংসদকে মিস্টি মুখ করান।
পাকিস্তানের তাঁর ওপর কোনো অত্যাচার হয়েছে কিনা পূর্নমকে তা জিজ্ঞাসা করেন সংসদ। পূর্নম জানান, যা হওয়ার ছিল তা হয়েছে। ভগবানের আশির্বাদে তিনি ঘরে ফিরতে পেরেছেন।
পূর্ণমের বাড়ি থেকে বেরিয়ে পরে সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, "দেশের সব বিরোধী দল কেন্দ্র সরকারের সঙ্গে আছে। কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ করবে আমরা তার সঙ্গে আছি। কেন্দ্রীয় সরকার বিদেশে টিম পাঠিয়েছে, সেখানে সব বিরোধী দল আছে, রয়েছেন আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জিও। এখন কেউ যদি তাদের কৃতিত্ব জাহির করে তাহলে সেটা নিয়ে কিছু বলার নেই। আমরা কিছু বললেই তখন বলবে দেশবিরোধী কথা বলছে। তবে কথা বলার সময় এখন অনেক আছে। আমি মনে করি কথা বলার মত এখন সময় নয়। আমি আশা করি প্রধানমন্ত্রী যেখানে যাবে সেখানে যেন দেশকে কৃতিত্ব দেয়, একা নিজেরাই কৃতিত্ব না নেয়।"
তৃণমূল সাংসদের সাফ কথা, "মানুষ সব জানে। কে কাজ করে আর কে বাতেলা মারে। আমি আবারও বলছি পুঙ্খানুপুঙ্খ রূপে এখনই এই বিষয়ে কথা বলার সময় নয়। মোদি অমিত শাহ এসে কি বলে দেখা যাক তারপর উত্তর দেব। মোদি যা খুশি তাই বলতে পারে আমরা বলতে গেলেই বলবে দেশদ্রোহী।"
পূর্নম সাউ এর স্ত্রী রজনী সাউ বলেন, "খুব ভাল লাগছে আমার স্বামীকে সবাই শুভেচ্ছা জানাচ্ছে। আমার রামজি ঘরে ফিরে এসেছেন।"
সব রাজনৈতিক দলের লোকই পূর্ণমের বাড়িতে এসেছেন। এত রাজনৈতিক দলের আনাগোনা নিয়ে জল্পনা দানা বাঁধছে। আগামী নির্বাচনে কী কোনও দলের হয়ে ভোটে দাঁড়াবেন? রজনী বলেন, "আমিও খবর পাচ্ছি কিছু একটা হবে। কিন্তু আমি পরিবার নিয়ে খুব খুশি। তাই এসব নিয়ে ভাবতে চাই না এখনই।" কোন দল তাঁদের কি প্রস্তাব দিয়েছে? এ প্রশ্নে রজনী জানান এখনও তাঁর কাছে কোন প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন দেখা যাবে।
প্রবল ঝড়-জলে ধেয়ে আসছে বিপদ, আগামী তিন ঘণ্টায় ভাসবে এই পাঁচ জেলা
এই তিন বাঁধের পাড়ে গাছ লাগালেই মিলবে উপহার, নাম দেওয়া হবে গাছেরও, নতুন নিয়ম অবাক করবে আপনাকে
সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ
কালো মেঘে ঘোর দুর্যোগের আশঙ্কা, বইছে ঝড়, এইসব জায়গায় বৃষ্টি নামবে এখনই, সাবধান হোন
বিয়েবাড়ি থেকে ফেরার পথে উল্টে গেল গাড়ি, নয়ানজুলিতে ছিটকে পড়লেন সকলে, প্রাণ গেল গৃহবধূর
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে বিরাট বাঙ্কারের হদিশ, পাচার না নাশকতার ছক? যৌথ তদন্তে পুলিশ ও গোয়েন্দা বাহিনী
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত